The
Poetry
of Piu Roy

রুদ্র

হে সুন্দরম …হে সত্যম…হে শিভম…

প্রনমি তোমায় আজি চতুর্দশীতে ,

প্রভু মোর তব রুদ্র নাম… কর সত্য …

খোল তোমার ত্রিনয়ন ,

তাণ্ডবের ভীষণ ঝড়ে বিনাশ কর দুষ্টরে ,

প্রভু মোর জাগাও মানবকে মানবিকতার সাথে ।

তুমি কর বহিস্কার দুগ্ধস্নানের…

দুধের শিশু যেন না রয় বঞ্ছিত ।

হে রুদ্র প্রনমি তোমায় একটি বিল্বপত্রে …

আকন্দ ফুলের মালায়… ধুতুরা আর চন্দনে ।

চতুর্দশীর শুভ বেলায় গ্রহন কর …

প্রনমি তোমায় …হে নটরাজ…

বকুল মালিকায় বাধিব নাথ…

ওগরু আর ভস্মে করিব তব অভিষেক ।

দয়া কর নাথ … জাগাও মানব কে…

বন্ধ কর নিতি লাঞ্ছনার …

তব পার্বতীর একটি লাঞ্ছনায়… মেতেছিলে তাণ্ডবেতে …

তবে আজ স্তব্ধ কেন তোমার বিষাণ ?

হে রুদ্র জাগো তুমি জাগো …

নেমে এসো হিমালয় হতে , ধ্বংস কর …

কর বিনাশ পাপের … জাগাও মানবিকতাকে ।

পিউ রায়